সদস্যসচিব, মুভমেন্ট ডিজঅর্ডার সোসাইটি অব বাংলাদেশ।

ডিবিএস সার্জারি হচ্ছে পারকিনসন্স রোগের আধুনিক চিকিৎসা। ডিবিএসের পূর্ণ রূপ হচ্ছে ডিপ ব্রেন স্টিমুলেশন। এটি অত্যন্ত সূক্ষ্ম একটি সার্জারি। যেটি বাংলাদেশে শুরু হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে চারটি কেস আমরা করেছি। এই চারটি সার্জারি করেছেন প্রফেসর ডা. টিপু আজিজ। এর বাইরে আরও দুটি পদ্ধতি আছে। প্রান্তিক পর্যায়ে রোগী যখন শয্যাশায়ী হয়ে যান, অন্যের সাহায্য ছাড়া চলতে পারেন না, ওষুধ ঠিকভাবে খেতে পারেন না, তখন তাঁদের চামড়ার নিচে এপোমর্ফিন ইনজেকশন দেওয়া হয়। এটি অনেকটা ইনসুলিনের মতো। এফোমর্ফিনটা ডোফামর্ফিনের মতো কাজ করে। এপোমর্ফিন দিলে রোগীর ব্রেনে ডোপামিনের পরিমাণ বেড়ে যায়, রোগীর কম্পন কমে যায়, চলাফেরার গতি বেড়ে যায়। কিন্তু এই ইনজেকশন অনেক দামি। এটা ভারতে সহজসাধ্য। আমরাও চেষ্টা করছি বাংলাদেশে আনার। আবার যখন রোগী মুখে খেতে পারেন না, তখন পেটে একটি ছোট অপারেশন করে নল লাগিয়ে দেওয়া হয়। এই নলের মাধ্যমে লিভোডোপা জেল আকারে পেটের মধ্যে সরাসরি দেওয়া হয়। এটি খুবই ব্যয়বহুল। এ ধরনের চিকিৎসা পৃথিবীর উন্নত দেশে দেওয়া হয়।

রোগীদের ক্ষেত্রে উপদেশ হচ্ছে, এ রোগের চিকিৎসা নেওয়া শুরু করলে বন্ধ করা যাবে না। চিকিৎসার পাশাপাশি ফিজিওথেরাপি চালিয়ে যেতে হবে।